ওয়েবডেস্ক- প্রি ওয়েডিং শ্যুট (Pre Wedding Shoot) থেকে জন্মদিন (Birthday Event) কোথায় উদযাপন করবেন ভাবছেন! যদি ট্রেনের মধ্যেই পালন করা যায় তাহলে কেমন হয়? হ্যাঁ এবার মধ্যবিত্তের হাতের নাগালের মধ্যেই সেই সুযোগ করে দিচ্ছে নমো ভারত ট্রেন (Namo Bharat Train)। ৩০ মিনিটের জন্য সাজসজ্জা ও সরঞ্জাম প্রস্তুতির সময় দেওয়া হবে। বুকিং শুরু হচ্ছে ৫,০০০ টাকা প্রতি ঘণ্টা থেকে। ফলে ব্যক্তিগত আনন্দ উৎসব ও বিশেষ কিছু মুহূর্ত আপনি স্মরণীয় করে রাখতে পারবেন। এনসিআরটিসি এবার ব্যক্তিগত উদযাপনের জন্য নমো ভারত ট্রেনকে সাধারণের হাতের নাগালের মধ্যে নিয়ে আসছে। এই ধরনের উদ্যোগ এনসিআরটিসি এই প্রথম। এনসিআরটিসি নমো ভারত ট্রেন ও স্টেশন সাধারণ মানুষের ব্যক্তিগত মানুষের খুলে দিয়েছে।
এনসিআরটিসি (NCRTC) জানাচ্ছে নতুন নীতির অধীনে যেকোনও ব্যক্তি, ইভেন্ট আয়োজক এবং ফটোগ্রাফি বা মিডিয়া কোম্পানিগুলি স্থির বা চলমান নমো ভারত কোচ বুক করতে পারবে।
নমো ভারত ট্রেন একটি হাইস্পিড সম্পন্ন আধুনিক ট্রেন। যা যাত্রীদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করে থাকে। দ্রুতগামীতায় বন্দে ভারতকেও ছাপিয়ে গেছে, বন্দে ভারত ট্রেন। স্টপেজ কম,যে সমস্ত যাত্রীরা দূরের সফর কম সময়ের মধ্যে পৌঁছতে পছন্দ করেন তাদের জন্য তাদের জন্য নমো ভারত ট্রেন। বুকিং শুরু হচ্ছে ৫,০০০ টাকা প্রতি ঘণ্টা থেকে। ৩০ মিনিটের জন্য সাজসজ্জা ও সরঞ্জাম প্রস্তুতির সময় দেওয়া হবে। দুহাই ডিপোতে শ্যুটিংয়ের জন্য একটি মক আপ কোচও থাকবে।
আরও পড়ুন- বাড়ছে দিল্লির দূষণ! কঠোর বিধিনিষেধ কার্যকরের পথে সরকার
ব্যক্তিগত অনুষ্ঠান উদযাপনের জন্য ভোর ৬ থেকে রাত ১১ টা পর্যন্ত সময় সীমার অনুমতি দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা ও সমস্ত প্রোটোকল দেখবে NCRTC কর্মী এবং নিরাপত্তা কর্মীরা। আনন্দ বিহার, গাজিয়াবাদ এবং মিরাট সাউথের মতো গুরুত্বপূর্ণ স্থানে স্টেশনগুলি অবস্থিত হওয়ায়, এই উদ্যোগটি দিল্লি-মিরাট করিডোরের বাসিন্দাদের বিশেষ আকর্ষণ করবে।
NCRTC জানিয়েছে, নমো ভারত ট্রেন স্টেশনগুলিতে চলচ্চিত্রের শুটিং, তথ্যচিত্র, বিজ্ঞাপন এবং অন্যান্য ভিজ্যুয়াল প্রকল্পের জন্য একটি বিস্তারিত প্রাঙ্গণ ভাড়া নীতিও প্রণয়ন করেছে।
দেখুন আরও খবর-







